শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর বাবার কবর জিয়ারতের মধ্য  দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু 

লালপুর বাবার কবর জিয়ারতের মধ্য  দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু 

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে শহীদ মমতাজ উদ্দিনের পুত্র ও লালপুরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর বাবার কবর জিয়ারতের মধ্য 

দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।  বৃহস্পতিবার (২রা মে)  প্রতীক বরাদ্দ পাওয়ার পর শুক্রবার জুম্মার নামাজ পড়ে মিল্কীপাড়া তাদের পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন তিনি।এসময় শামীম আহমেদ সাগরের সঙ্গে ছিলেন ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  নুরে আলম সিদ্দিক, উপজেলা আলীগ সহ-সভাপতি  গোলাম মুর্শেদ,যুগ্ন সম্পাদক আলতাব হোসেন,দপ্তর সম্পাদক ইউসুফ আলী, সহ-দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গিয়াস 

কামাল ,স্বাস্হ্য বিষয়ক সম্পাদক  বাবুল আকতার, ধর্ম বিষয়ক সম্পাদক  রবিউল আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক  ইকবাল হোসেন, সহ প্রচার সম্পাদক  রমজান আলী,আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য  প্রভাষক  মকলেছুর রহমান, কদমছিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  লালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আনছারুল হক,বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, আড়বাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সদস্য  আনোয়ার হোসেন,মানিক উদ্দিন  সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রির্টানিং কর্মকর্তা সাগরকে কাপ পিরিচ  প্রতীক  বরাদ্দ দেন। প্রতীক পাওয়ার পরদিন মিল্কীপাড়া পারিবারিক কবরস্থানে বাবার কবর  জিয়ারত করেন সাগর। প্রসঙ্গত, জেলা রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান জানান, আগামী  ২১ মে ২য় ধাপে লালপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …