বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর – বাগাতিপাড়ায় সবাইকে ঘরে থাকার আহ্বান এমপি বকুলের

লালপুর – বাগাতিপাড়ায় সবাইকে ঘরে থাকার আহ্বান এমপি বকুলের

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ

হতদরিদ্র নিম্ন আয়ের মানুষদের উদ্দেশ্য বললেন বকুল এমপি, আপনার দয়া করে ঘরে থাকুন সচেতন থাকুন সুস্থ থাকুন। আমি খেলে আপনার খাবেন তাই দয়া করে ঘরে থাকুন। হতদরিদ্রদের ফোনকলে নিজ অর্থায়নের খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


আজ শনিবার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চন্দ্রখৈর উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীন ১শত রাজমিস্ত্রীদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এই খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও সাবান। 


খাদ্যসামগ্রী বিতরণ করেন মানবতার ফেরিওয়ালা ৫৮- নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল  ইসলাম বকুল।


এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, সাংসদ শহিদুল ইসলাম বকুলের একান্ত সহকারী তানসেন হিমেল সহ স্থানীয় আওয়ামী’লীগের নেতৃবৃন্দ।

   

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …