রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / লালপুর-বাগাতিপাড়ার এমপি বকুল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

লালপুর-বাগাতিপাড়ার এমপি বকুল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল গুরুত্বর অসুস্থ হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে তাকে সেখানে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত সহকারি এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, শনিবার বিকালে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের একটি অনুষ্ঠান চলাকালে উচ্চ রক্তচাপ ও গ্যাস্ট্রিক জনিত সমস্যায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

হাসপাতালের দেয়া পরামর্শ অনুযায়ী তাকে উপজেলার সান্যালপাড়ার নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানে অবস্থার অবনতি হলে রোববার দুপুরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …