নিজস্ব প্রতিবেদক, লালপুর :নভেল করোনা ভাইরাস প্রতিরোধে এখন নিয়ম ও আইন মানছেনা নাটোরের লালপুরের স্থানীয় প্রশাসন । রবিবার সকালে উপজেলার আবেদ মোড়ে লালপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেনতামূলক প্রচার ও প্রচারণা সহ বিভিন্ন পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করার সময় তিনি দলবদ্ধ ভাবে চলাচল করছিলেন । যা সরকারী ভাবে নিষেধ করা হয়েছে , দুই জনের বেশি চলাফেরা করা যাবেনা । দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে , এই নিয়ম ও আইন মানছেনা লালপুরে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী । এতে নভেল করোনা ভাইরাস সংক্রমণ সমাজে ও মানুষের মাঝে ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে । এবিষয়ে সচেতন মহল বলেন, যারা নভেল করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়ে মানুষকে সচেতন করার জন্য প্রচার ও প্রচারণা করছেন । তারাই যদি নিয়ম ও আইন না মানেন , বিষয়টি খুবই দুঃখজনক । তারা আরো বলেন যারা নিয়ম ও আইন মানছেনা , সে যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন । আইন সবার জন্যই সমান ।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …