সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুর থেকে র‌্যাবের হাতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

লালপুর থেকে র‌্যাবের হাতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর থেকে গাঁজাসহ জাহাঙ্গীর (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে তাকে উপজেলার গোধরা এলাকা থেকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর উপজেলার বেলগাছি গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

নাটোর র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল উপজেলা গোধরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে গাঁজা সংরক্ষণ এবং বিক্রয়কালে জাহাঙ্গীরকে ৮৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই গাঁজা সংরক্ষণ এবং বিক্রির কথা জনসমক্ষে স্বীকার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …