শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / লালপুর থেকে ফেনসিডিলসহ ১ জন আটক

লালপুর থেকে ফেনসিডিলসহ ১ জন আটক

নিজস্ব প্রতিবেদক: লালপুর থেকে ফেনসিডিলসহ আলতাফ হোসাইন  নামে ১ জনকে আটক করেছে র‌্যাব। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকেউপজেলার ভাদুর বটতলা মোড় এলাকায়  অভিযান পরিচালনা করে তাকে ৫০ বোতর ফেনসিডিলসহ আটক করা হয়।  আটক আলতাফ হোসাইন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পুরাতন রেললাইন মাইজদিয়া এলাকার হায়াত মন্ডলের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এস এম জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দলসোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ভাদুর বটতলা মোড় এলাকায়  অভিযান পরিচালনা করে।  এসময় পেনসিডিল বিক্রয়কালে আলতাফকে ৫০ বোতল ফেন্সিডিল,আঠার হাজার বিশ টাকা সহ হাতেনাতে আটক করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলতাফ জব্দকৃত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে জনসম্মুখে স্বীকার করে।  পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দয়েরের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

নাটোরে সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়ীতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে সাবেক ব্যাংক কর্মকর্তা আইয়ুব আলীর বাড়ীতে বাড়ীর সকলকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *