নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর থেকে জুয়া খেলার অভিযোগে ছয় জুয়ারিকে আটক করেছে র্যাব। গতকাল ১১ সেপ্টেম্বর শনিবার রাত আটটা থেকে নয়টা পর্যন্ত লালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের জুয়া খেলার সরঞ্জাম সহ আটক করেন তারা।
র্যাব -৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার মেজন সানরিয়া চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি একটি অপারেশন দল গতকাল ১১ সেপ্টেম্বর শনিবার রাত আটটা থেকে নয়টা পর্যন্ত উপজেলার লালপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
এসময় জুয়া খেলার সরঞ্জাম সহ তাস, নগদ – ২ হাজার ৩শত ১০ টাকাসহ উত্তর লালপুর এলাকার পলান চন্দ্র সরকারের পলাশ কুমার সরকার (২৬), মোরশেদ আলমের ছেলে আসিফ মোরশেদ (২৫), আমীর হোসেনের ছেলে আলমগীর হোসেন (২৫), রামকৃষ্ণপুর গ্রামের মজের উদ্দিন সরদারের ছেলে শিমুল ইসলাম (২৭), আনছার আলীর ছেলে আসলাম আলী (৩২), দক্ষিণ লালপুর গ্রামের বাদশা পিনজিল নেওয়াজের রাসেল কবির (২৬)কে আটক করে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আটককৃতরা উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থলে সকলে প্রকাশ্যে জুয়া খেলছিল বলে অকপটে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …