সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর থেকে ইয়াবাসহ এক যুককে আটক করেছে র‌্যাব

লালপুর থেকে ইয়াবাসহ এক যুককে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ

নাটোরের লালপুর থেকে দুইশত আটানব্বই পিস ইয়াবাসহ রানা হোসেন (৩০)নামে এক যুককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার শোভ এলাকা থেকে ওই ইয়াবা সহ তাকে আটক করা হয়।আটক রানা একই এলাকার আল আমিনের ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি এস এম জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল এএসপি এস এম জামিল আহমেদ এবং এএসপি রাজিবুল আহসান এর নেতৃত্বে উপজেলার শোভ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবা বিক্রয়কালে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ রানাকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …