মঙ্গলবার , জানুয়ারি ৭ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / লালপুর থানার ওসি’র প্রশংসিত চেষ্টা

লালপুর থানার ওসি’র প্রশংসিত চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
লালপুরের ত্রিমোহনী যানযটে মানুষ অতিষ্ট, এ যানজট দূর করতে লালপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) সেলিম রেজার প্রচেষ্টার প্রশংসায় ঝড় তুলেছেন সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, নাটোরের লালপুর সদরে লালপুর বাজার ত্রিমোহন হয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রাক, মাইক্রো ও অন্যান্য যানবহন চলাচচল করে। রাস্তার পার্শে সিএনজি, অটোভ্যান, ভ্যান, ইজিবাইকের কারণে যানজট লেগেই থাকে। প্রতিদিনই ছোটঘাট দুর্ঘটনা ঘটে।

লালপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) সেলিম রেজা সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে যানজটমুক্ত করতে নিজেই এগিয়ে এসেছেন। তিনি দ্বায়িত্ব পালনের ব্যস্ততাকে ভুলিয়ে সাধারণ মানুষের চলাচলে কোন কষ্ট পেতে না হয় এজন্য ছুটে আসেন লালপুর ত্রিমোহনীতে। কখনো হেঁটে, কখনো বাইসাইকেল, কখনো মোটরসাইকেলে, কখনো পুলিশের গাড়িতে এসে যানযট মুক্ত ত্রিমোহনী গড়তে চেষ্টা করছেন।

লালপুর ত্রিমোহনীতে জিল্লুর রহমান নামের পথচারি বলেন, আমি ওসির এ কাজ দেখে খুব খুশি, তিনি এমন কাজ করবেন তা ভাবতে পারিনি।

আব্দুল মোতালেব নামের অপর পথচারি বলেন, ওসি সাহেব লালপুরের মোড়ে যানজট নিরসনে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি যখনই সময় পান পায়ে হেঁটে, বাই- সাইকেলে, মোটর সাইকেলে, প্রাইভেটকার নিয়ে এসে যানজটমুক্ত করেন, তারপরে তার গন্তব্যস্থলে যান।

এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন লালপুরে সুধী সমাজ। সর্বমহলে প্রশংসিত হচ্ছেন ।

আরও দেখুন

সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত 

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …