শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর খাদ্য গুদামের কর্মকর্তার দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালপুর খাদ্য গুদামের কর্মকর্তার দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ

নাটোরের লালপুরে খাদ্য গুদামের কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান । বুধবার দুপুরে উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন  মনির গোপালপুর রেলগেট এলাকায় অবস্থিত তার ব্যক্তিগত কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০১৯-২০২০ অর্থ বছরে আমন ধান সংগ্রহ মৌসুমে লালপুর খাদ্য গুদামের কর্মকর্তা (ওসি এল এসডি) জুনায়েদ কবির  অনিয়ম ও দুর্নীতি সহ কৃষকের কাড ভুয়া করে এবং কৃষকের স্বাক্ষর জাল করে খাদ্য গুদামের ঐ কর্মকর্তা  অগ্রণী ব্যাংক গোপালপুর শাখা থেকে বিল উত্তোলন করেছেন । তার বিরুদ্ধে মাননীয় কৃষি মন্ত্রী ও খাদ্য মন্ত্রী সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর আবেদন করেছি ।

ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি আরো বলেন, সাংবাদিক বন্ধুগণ আপনাদের লেখনির মাধ্যমে  খাদ্য গুদামের কর্মকর্তার  অনিয়ম ও দুর্নীতি চিত্র তুলে ধরুন । খাদ্য গুদামের কর্মকর্তা জুনায়েদ কবিরের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় কৃষি মন্ত্রী ও খাদ্য মন্ত্রী সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সদয় হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় বিভিন্ন ইউনিয়ন এর ভুক্তভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন ।

আরও দেখুন

বাইরের দৃশ্য দেখতে গিয়ে ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় রেলওয়ের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত(১৫) শিশুর মৃত্যু …