সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর ও বাগাতিপাড়ায় তৃতীয় পর্যায়ে মানুষের মাঝে পাঁচ হাজার মাস্ক বিতরণ

লালপুর ও বাগাতিপাড়ায় তৃতীয় পর্যায়ে মানুষের মাঝে পাঁচ হাজার মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোর জেলার লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় তৃতীয় পর্যায়ে বিভিন্ন এলাকার মানুষের মাঝে পাঁচ হাজার মাস্ক বিতরণ করেন আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতেই লোকজনের ভিড়ের মধ্যে না গিয়ে তিনি তার প্রতিনিধিদের নিজ বাড়ি ডেকে এই মাস্ক তুলে দেন।গতকাল রবিবার ও আজ সোমবার বিভিন্ন এলাকার প্রতিনিধিদের মাধ্যমে এই মাস্ক বিতরণ করেন তিনি।

এর আগে করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে তিনি লালপুর ও বাগাতিপাড়ার অসহায় দুঃস্থ মানুষের মাঝে কয়েক দফা খাদ্যসহায়তা বিতরণ করেছেন বলে জানান তিনি।

এছাড়াও বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহ সহকারীদের মাঝে পিপিই বিতরণ করেছেন।

এছাড়াও আয়-রোজগার হীন কর্মহীন লোকদের মাঝে নগদ টাকা ও বিতরণ করেছেন বলে তিনি জানান।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …