নিজস্ব প্রতিবেদক,লালপুরঃ
নভেল করোনা ভাইরাস ও সংক্রমণ মোকাবেলায় নাটোরের লালপুর উপজেলাকে বেলা ৩ টা থেকে লকডাউনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক । বৃহস্পতিবার সকালে নাটোর জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ লিখিত ভাবে এই নিদের্শ প্রদান করেন ।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সূত্রে জানা যায়, এ পর্যন্ত ৪৬ জনের রক্তেরে নমুনা সংগ্রহ করে নাটোর সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে । এর মধ্যে ৩৬ জনের নমুনার রিপোর্ট এসেছে । রিপোর্টে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত বা শনাক্ত হয়নি। অন্য ১০ জনের রক্তের নমুনা সংগহ করে বৃহস্পতিবার ৩০ এপ্রিল নাটোর সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে । এর রিপোর্ট এখনো আসেনি ।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যূতি লকডাউনের বিষয়টি নিশ্চিত করে বলেন , পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই লকডাউন অব্যাহিত থাকবে।