নিজস্ব প্রতিবেদক, লালপুর:
অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ সহ বিশেষ দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান লালপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এরপর শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যূতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, লালপুর থানার ওসি সেলিম রেজা প্রমুখ ।
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …