রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ

লালপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ সহ বিশেষ দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান লালপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এরপর শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যূতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, লালপুর থানার ওসি সেলিম রেজা প্রমুখ ।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …