শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে ৫ শতাধিক কাদা মাটির পাট ও পাট তৈরী ফর্মা ভাঙচুর

লালপুরে ৫ শতাধিক কাদা মাটির পাট ও পাট তৈরী ফর্মা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর উপজেলার মাধবপুর পালপাড়ায় কাদা মাটির তৈরি ৫ শতাধিক কুয়ার পাট ও পাট তৈরীর ফর্মা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। সোমবার (১১ই এপ্রিল) রাতের কোন এক সময় শত্রুতা করে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে।

জানা গেছে সোমবার ভোর রাতে মাটির পাট পুড়ানোর উদ্দেশ্যে ধীরেন পাল (৬৫) এবং তার ছেলে উত্তম কুমার পাল (৩০) কারখানায় গিয়ে দেখেন কাদা মাটির ৫শতাধিক পাট ও ফর্মা ভেঙে ফেলা হয়েছে।

এসময় পাট তৈরির কারিগর উত্তম কুমার বলেন, আমরা বংশপরম্পরায় মাটির পাট ও অন্যান্য সামগ্রী তৈরি করে আসছি। এর আগে কখনো আমাদের সাথে এমন জঘন্যতম ঘটনা ঘটেনি। পাট ভাঙচুরের ঘটনায় তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …