সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে ৪ ঘন্টা অবরুদ্ধ প্রধান শিক্ষক

লালপুরে ৪ ঘন্টা অবরুদ্ধ প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
তেলের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে শিক্ষার্থী প্রতি ২০০ টাকা সেশন ফি বাড়িয়েছে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান উচ্চ বিদ্যালয়।
এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘন্টা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলীকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানায়, সয়াবিন তেলের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে ৩০০ টাকার সেশন ফি ৫০০ টাকা নিচ্ছেন প্রধান শিক্ষক ওয়াজেদ আলী। তারা জানান, বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয়না। শ্রেণীকক্ষে পর্যাপ্ত বসার ব্রেঞ্চ নেই, নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগ, বানিজ্যিক বিভাগ ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের একই শ্রেণীকক্ষে পাঠদান করানো হয়। জাতীয় সংগীত শোনা যায়না বলে আমাদের কাছ থেকে সাউন্ড বক্স কেনার টাকা নিয়েও এখন পর্যন্ত কিনেননি।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী বলেন, আমাদের সকল শিক্ষককেই আটকে রাখা হয়। এবিষয়ে নিউজ করার দরকার নেই। আমাদের সমস্যা আমরাই বসে সমাধান করবো।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তেলের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে সেশন ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখলে স্থানীয় চেয়ারম্যান মেম্বর সহ গন্যমান্য ব্যক্তিরা তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছারুল ইসলাম বলেন, তাৎক্ষনিকভাবে শিক্ষার্থীদের দাবী দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়ে প্রধান শিক্ষক ওয়াজেদ আলীকে মুক্ত করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …