নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস উচ্চ বিদ্যালয় মাঠে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান এ বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেন। উক্ত বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্টু, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, কদিমচিলান ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনছারুল ইসলাম, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম বাঘা প্রমুখ।
আরও দেখুন
নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …