সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে ৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালপুরে ৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরের গোধড়া এলাকা থেকে ৪কেজি শুকনো গাঁজাসহ সুমন আলী(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ওয়ালিয়া ফাঁড়ী পুলিশ। সে উপজেলার গোধড়া দক্ষিনপাড়ার মোসলেম মোল্লার ছেলে। সোমবার(১৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ী ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেন তালাশ এর নেতৃত্বে এস.আই আলী আকবর, এ.এস.আই আকতারুল সঙ্গীয় ফোর্সসহ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে এবং গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোধড়া দক্ষিনপাড়া মোতালেবের বাড়ীর পাশে অভিযান পরিচালনা করে। এ সময় আসামী দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা প্লাষ্টিকের ব্যাগ থেকে ৪কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ী ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেন তালাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …