নিজস্ব প্রতিবেদক, লালপুর:
তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের লালপুরে ১০ ইউনিয়নে ৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার লালপুর সদর ইউনিয়নে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রামানন্দপুর,চরজাজিরা। ঈশ্বরদী ইউনিয়নে পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরাতন ঈশ্বরদী মরহুম হাজী আব্দুল বারী দারুল উলুম ফোরকানিয়া মাদ্রাসা, সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চংধুপইল ইউনিয়নে কামারহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চংধুপইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেগপাড়া দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসা।
বিলমাড়ীয়া ইউনিয়নে, বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বিলমাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহরকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহরকয়া নতুন পাড়া কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউট। ওয়ালিয়া ইউনিয়নে, ওয়ালিয়া মহিলা স্কুল এন্ড কলেজ, ওয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়, ময়না শহীদ স্মৃতি রেজিঃ:বেস:প্রাথমিক বিদ্যালয়। অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নে শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্জুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডহরশৈল দাখিল মাদ্রাসা, সাহারা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুড়দুড়িয়া ইউনিয়নে, নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেল্লাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেরিলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুয়ারিয়া ইউনিয়নে টিটিয়া ইবতেদায়ী মাদ্রাসা, রাকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কলসনগর প্রাথমিক বিদ্যালয়। এসব ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে স্থানীয় প্রশাসন বলে জানা গেছে।
এবিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন,ঝুকিপূর্ণ কেন্দ্র গুলিতে আইন শৃংখলা বাহিনীর বিশেষ নজরদারি থাকবে এবং নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য ভোট কেন্দ্র গুলিতে আইন শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তা থাকবে। এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি বলেন,ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র গুলিতে আইন শৃংখলা বাহিনীর বিশেষ নজরে থাকবে।
আরও দেখুন
তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু
নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …