সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে ২শ’ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

লালপুরে ২শ’ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নাটোরের লালপুরে ২শ’ বোতল ফেন্সিডিলসহ রায়হান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার লালপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রায়হান রাজশাহীর বাঘা উপজেলার গকুলপুর হাজরাপাড়ার আফতাবের ছেলে।

সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে সাতটার দিকে লালপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মার্কেটের আর পি বাস কাউন্টারের পার্শে পেয়ারা ভর্তি ৪ টি প্লাস্টিকের ক্যারেটে থাকা ২ শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় রায়হানকে আটক করলেও অপর আসামী মিনারুল ইসলাম পালিয়ে যায়। মিনারুল একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। আটককৃত ফেন্সিডিলের মুল্য ৩ লক্ষ টাকা। এ ব্যাপারে লালপুর থানায় মামলা হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …