সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে ১৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

লালপুরে ১৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে চান্দু (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর নামক স্থানে থেকে ১৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

আটক চান্দু একই এলাকার মৃত দেলজার রহমানের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার মহারাজপুর এলাকায় ধানের বস্তার মধ্যে ১৪ পিচ ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায় আটক চান্দু জব্দকৃত ফেনসিডিল মহারাজপুরের নাজিরুল ইসলামের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ নাজিরুল কে আটকের চেষ্টা করলে তার আগেই সে পালিয়ে যায়। পরে পলাতক নাজিরুল সহ উভয়ের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …