সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে ওয়ার্ড কমিটি ঘোষনা করলেন এমপি বকুল!

লালপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে ওয়ার্ড কমিটি ঘোষনা করলেন এমপি বকুল!

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরের ১০নং কদিমচিলান ইউনিয়নের ১-৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দুপক্ষ একই সময়ে সভা আহ্বান করায় উপজেলার শেখচিলান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

১৪৪ ধারার সময় চলাকালীন সেখানে দলীয় নেতা-কর্মী নিয়ে ঘণ্টাখানেক অবস্থান করেছেন নাটোর-১ (লালপুুর-বাগাতিপাড়া) আসনের আওয়ামী লীগের সাংসদ শহিদুল ইসলাম। অবস্থানকালে তিনি ঐ ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিও ঘোষণা করেন।

১৪৪ ধারা ভঙ্গ করে সেখানে অবস্থানের বিষয়ে জানতে চাইলে সাংসদ শহিদুল ইসলাম জানান- আমি বিদ্যালয় মাঠের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলাম। সেখানে নিষেধাজ্ঞা জারি করার বিষয়টি আগে জানতাম না। মাঠে ঢুকে কমিটি ঘোষণার সময় নিষেধাজ্ঞার বিষয়টি জানতে পারলে আমি সেখান থেকে ফিরে আসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, উপজেলার কদিমচিলান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বৃহস্পতিবার বেলা দুইটায় শেখচিলান প্রাথমিক বিদ্যালয় মাঠে ১-৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আহ্বান করেন। একই মাঠে একই সময় বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম রেজা দলের বিশেষ বর্ধিত সভা আহ্বান করেন। সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয় মাঠে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করা হয়। সম্মেলনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ শহিদুল ইসলামকে প্রধান অতিথি করে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বেলা সাড়ে ১১টায় ওই বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যূতি। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রবেশ, সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাঠের ২০০ গজের মধ্যে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হয়। এরপর সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান- পুলিশ আয়োজকদের মাঠের প্যান্ডেল ও মাইক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। দুপুর ১২টার পর থেকে স্থানীয় লোকজনকে ওই মাঠে ঢুকতে বাধা সৃষ্টি করে। কিন্তু বেলা আড়াইটার দিকে সাংসদ শহিদুল ইসলাম শতাধিক নেতা-কর্মীকে নিয়ে পুলিশের সামনেই ওই মাঠে ঢুকে পড়েন। তিনি সেখানে এক ঘণ্টা অবস্থান করে ফিরে যান। অবস্থান করাকালে তিনি মাইকে বক্তব্য দেন এবং কদিমচিলান ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন।

এবিষয়ে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন- একজন আইনপ্রণেতা হয়ে সাংসদ শহিদুল ইসলাম দেশের আইন ভঙ্গ করতে পারেন না। তার শাস্তি হওয়া উচিত।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী বলেন- ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন করার দায়িত্ব ইউনিয়ন আওয়ামী লীগের। অথচ ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের না জানিয়ে সাংসদ শহিদুল ইসলামের কিছু সমর্থক বেআইনিভাবে ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করেছিলেন। বর্তমান কমিটির নেতারাও সেখানে বর্ধিত সভা ডেকেছিলেন। সংগত কারণে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ করে। অথচ সাংসদ শহিদুল ইসলাম তা ভঙ্গ করে সেখানে দলবল নিয়ে সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করেছেন। এর মাধ্যমে তিনি দেশের প্রচলিত আইন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তার বিচার হওয়া উচিত।

ইউএনও উম্মুল বানীন দ্যূতি বিদ্যালয় মাঠে নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিশ্চিত করে বলেন- নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার দায়িত্ব আইন প্রয়োগকারী বাহিনীর। সেখানে সাংসদ গিয়েছিলেন কি না, তা তার জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন বলে তিনি জানান।

এ ব্যাপারে জানার জন্য বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম জানান, এখানে ১৪৪ ধারা সম্পর্কে না জানার কোন কারণ নাই। সেখানে আগে থেকে পুলিশ মোতায়েন ছিল, তারপরেও তিনি সব কিছু উপেক্ষা করে সেখানে গিয়ে কমিটি গঠন করে এসেছেন। আগে থেকে সেখানে মাইকিং করা ছিল কিন্তু সেখানে তিনি যাওয়ার পর তাকে ফোন করে অবহিত করলে তিনি সেখান থেকে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যান।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …