সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে ১০০০ মিটার রাস্তার উন্নয়ন কাজে ১২০ ফিট উধাও, দেখার কেউ নাই

লালপুরে ১০০০ মিটার রাস্তার উন্নয়ন কাজে ১২০ ফিট উধাও, দেখার কেউ নাই

নিজস্ব প্রতিবেদক, লালপুর:

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রাজাপুর রাস্তার কালুপাড়া-মনির উদ্দিন আকন্দ রাস্তা উন্নয়ন কাজটির ১২০ ফিট রাস্তার কাজ বাদ গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বুধবার(২১শে ফেব্রুয়ারি-২৪)বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তাটি পিচ ঢালাই কাজের জন্য প্রস্তুত করা হচ্ছে। এ সময় স্থানীয় এলাকাবাসী সংবাদ কর্মীদের বলেন এই রাস্তাটি নিয়ে আমাদের অভিযোগ আছে, রাস্তাটি যতটুকু পিচ ঢালাই করার জন্য প্রস্তুত করা হয়েছে তা ১০০০ মিটার কখনোই হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মুরব্বি বলেন,রাস্তার যখন মাটি খুড়ে বেড তৈরি করার জন্য মাপা হয় তখন আরও প্রায় ১২০/১২৫ ফিট দূরে সীমানা হয়। কিন্তু পরে কমিয়ে এই পর্যন্ত বেড করে এর মধ্যে কি হয়েছে বলতে পারবো না।

স্থানীয় এক মাইক্রো ড্রাইভার বলেন, যতবার ইন্জিনিয়ার সহ উপরের লোক মেপে গেছে ততবারই এই রাস্তার সীমানা এখান থেকে ১২০/১২৫ ফিট বেড়ে গেছে কিন্তু ঘুরে ফিরে এই পর্যন্তই কাজ হচ্ছে।

স্থানীয়রা আরও বলেন, আমাদের এই রাস্তার কাজটি যতটুকু মাপে হয়েছিল ঠিক ততটুকুই চাই,এর কম যেন না হয়।

এ বিষয়ে লালপুর উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) আজিজুর রহমান বলেন, আমি এই উপজেলায় নতুন, অতিরিক্ত দায়িত্বে আছি, বিষয়টি দ্রুতই খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য যে, উপরোক্ত রাস্তাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২সেপ্টেম্বর- ২৩ ইং। চুক্তি মূল্য ১ কোটি ৫ লাখ ৩ হাজার বিশ টাকা মাত্র। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স গাজী এন্টার প্রাইজ,আমহাটি-নাটোর।বাস্তবায়নে-স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, লালপুর,নাটোর।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …