নিজস্ব প্রতিবেদক, লালপুর:
মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরের লালপুরে ১শ ৫০জন বীর মুক্তিযোদ্ধার হাতে শীতবস্ত্র কম্বল তুলে দিলো লাভলী ফাউন্ডেশন। আজ সোমবার দুপুরে লালপুর সদরে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আবুল কালাম আজাদ বীর মুক্তিযোদ্ধাদের হাতে একটি করে কম্বল তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, বীর মুক্তিযোদ্ধা নাইমুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা বয়েত উল্লাহ, নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক নেতা অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ হোসেন সরল, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মঞ্জুর রহমান প্রমুখ।
এছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা সহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …