নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে ঈশ্বরপাড়া গ্রামে সরকারী খাস দিঘী দখলকে কেন্দ্র করে হত্যার ঘটনায় ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার রাতে ওই গ্রামে র্যাব ও ডিবি সহ লালপুর থানার পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো, উপজেলার অর্জুনপাড়া গ্রামের খুদা বকশোর ছেলে এরশাদ (৪০),ঈশ্বরপাড়া গ্রামের বক্কারের ছেলে সিদ্দিকী(৫০) একই গ্রামের জসিম ছেলে মন্টু(৪০), রঞ্জিতের ছেলে রহমান (৫০ ), শুকুর আলীর ছেলে লুতফুর (৫২), আলাল উদ্দিনের ছেলে সজীব (২২) কে আটক করা হয়। আটককৃতদের আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।
২৯ অক্টোবর ঈশ্বরপাড়া গ্রামে মকলেছ ও সাকাত নামের দুই জনকে বাদশা গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে কুপিয়ে জখম । পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে মকলেছ মারা যায়। এঘটনায় শুক্রবার নিহত মকলেছের স্ত্রী মরিয়ম বাদি হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানা গেছে। বর্তমান ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঈশ্বরপাড়া মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া মামলায় অভিযুক্তদের আটকের জন্য র্যাব ও ডিবি সহ থানা পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …