নিজস্ব প্রতিবেদক, লালপুর :করোনা ভাইরাস প্রতিরোধের মোকাবিলায় নাটোরের লালপুরে ব্যক্তিগত উদ্যোগে দুস্থ, ক্ষুদ্র ব্যবসায়ী সহ হতদরিদ্রের মাঝে চাউল, তৈল,লবণ ও সাবান সহ মাস্ক বিতরন করা হয়েছে । শনিবার সকাল থেকে লালপুর ও সালামপুর বাজার এলাকায় এই সব বিতরণ করেন লালপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী । করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দোকানপাট বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে বহু মানুষ। এই দুযোগগকালীন মুহুর্তে মানুষে পাশে দাড়ানো সকল স্বাবলম্বী মানুষের কর্তব্য। এরই অংশ হিসেবে এই বিতরণ কর্মসূচী।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …