রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

লালপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক,লালপুর :

নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুরে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় এঘটনা ঘটে। নিহতরা হলেন ওই একই এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায় সকালে আরবী বেগম তার বোনের বাড়ি নওগাঁ যাওয়ার উদ্দেশ্য বের হলে খায়েজ মোল্লা স্ত্রীকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে এক সাথে বের হন। বাড়ির কিছুটা অদূরে পৌছালে ঘন কুয়াশায় একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে নসিমন (স্যালো চালিত) গাড়িকে ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে তাদের চাপা দেওয়ায় ঘটনাস্থলেই খায়েজ আলীর মৃতু হয় এবং স্থানীয়রা আহত অবস্থায় আরবী বেগম কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা তাকে মৃত ঘোষনা করেন।


লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা জানান হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান দূর্ঘটনা কবলিত স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে, এব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …