সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে স্বাস্থ্য বিধি মেনে না চলার জন্য অর্থদন্ড

লালপুরে স্বাস্থ্য বিধি মেনে না চলার জন্য অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
করোনা পরিস্থিতিতে নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভা এলাকায় বিশেষ লকডাউন এর ২য় দিনে বিধিনিষেধ আরোপ ও স্বাস্থ্য বিধি মেনে না চলার জন্য ৫ জনকে ২ হাজার ১শ টাকা অর্থদন্ডর নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে উপজেলা র্নিবাহী অফিসার ( দায়িত্বপ্রাপ্ত) ও র্নিবাহী ম্যজিস্ট্রেট শাম্মী আক্তার গোপালপুর পৌরসভা এলাকায় বাজার সহ বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে ২ হাজার ১শ টাকা অর্থদন্ড আদায় করে বলে জানা গেছে ।

এবিষয়ে লালপুর উপজেলা র্নিবাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও র্নিবাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, করোনা পরিস্থিতিতে সবাইকে বিধিনিষেধ আরোপ মেনে চলতে হবে।
তিনি আরো বলেন, যে ব্যক্তি এই বিধিনিষেধ আরোপ ও স্বাস্থ্য বিধি ভঙ্গ করবে তাঁর বিরুদ্ধে আইনাণুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য ও মাস্ক ব্যবহার করার জন্য সকল মানুষকে আহবান জানান তিনি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …