রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / লালপুরে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব না মেনে ব্যাংক থেকে টাকা উত্তোলন

লালপুরে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব না মেনে ব্যাংক থেকে টাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ

নভেল করোনা ভাইরাস ও সংক্রমণ পরিস্থিতিতে ও ঈদুল ফিতর কে সামনে রেখে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি না মেনে নাটোরের লালপুর সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করছে গ্রাহকরা । এতে কতৃপক্ষ এর কোন প্রকারের ভূমিকা দেখা যাচ্ছেনা। এছাড়া এই ব্যাংকটির সংলগ্ন উপজেলা পরিষদ অবস্থিত। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এর বিরুদ্ধে আইনি প্রদক্ষেপ দেখা যায়নি।

সরকারী ও বে-সরকারী ভাবে ও বিভিন্ন টেলিভিশনে গণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হচ্ছে যে, আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন, জরুরী কাজ ছাড়া বাহিরে যাবেননা, গণজামায়েত করা যাবেনা । সরকারী এসব আইন বা নিয়ম না মেনে সোনালী ব্যাংক লালপুর শাখা হতে গ্রাহকরা গণজামায়েতর মাধ্যমে টাকা উত্তোলন করতে দেখা যায়। এতে করোনা ভাইরাস সংক্রমণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। ইতিমধ্যে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ২ জন স্বাস্থ্য কর্মী ও ১ জন সাধারণ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা যায় । নাটোর জেলাসহ সকল উপজেলা লকডাউন ঘোষনা করে জেলা প্রশাসক শাহরিয়াজ। যা এখন অব্যহত রয়েছে জানা যায়। সরকারী আইন বা নিয়ম সহ লকডাউন মানছেনা লালপুরের মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী প্রধান শিক্ষক বলেন, ঈদে টাকার দরকার তাই ভিড়ের মধ্যেই টাকা উত্তোলন করতে হবে ভাই, এছাড়া উপায় নাই । সচেতন মহল বলেন, পাশেই তো উপজেলা প্রশাসনের কার্যালয় উনারা যদি আইনি প্রদক্ষেপ না নেন মানুষ কি ভাবে সরকারী আইন বা নিয়ম মানবেন।

এবিষয়ে সোনালী ব্যাংক লালপুর শাখার সহকারী ম্যানেজার এর মোঠ ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি ।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …