সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / লালপুরে সোনালী ব্যাংকের এক কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত -২

লালপুরে সোনালী ব্যাংকের এক কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত -২

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে সোনালী ব্যাংকের এক কর্মকর্তাসহ করোনা ভাইরাসে ২ জন আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সূত্রে এই তথ্য জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে ১১ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নাটোর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়। পরে রক্তে নমুনা পরীক্ষা নিরিক্ষী করে ২ জনের পজেটিভ এসেছে।

এদিকে সিভিল সার্জন অফিস থেকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ টি অক্সিজেন কনসেটেটর ও ৮ টি সিলিন্ডার প্রদান করা হয়েছে। এতে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ টি সিলিন্ডার হলো। তবে নাটোরের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন থাকলেও এই স্বাস্থ্য কমপ্লেক্সে তা নেই বলে জানা গেছে। এই কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন এর জন্য এলাকার সকল মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর ও স্বাস্থ্যমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …