নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর বাজারের ১শ জন ক্ষতিগ্রস্ত অসহায় সেলুন ও চা স্টল ব্যবসায়ীদের মাঝে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে সামাজিক দূরুত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (বিএ সংযোজিত) মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, লালপুর বাজার বণিক সমিতির সভাপতি আ স ম মাহমুদুল হক মুকুল, পরিচালক মাজদার হোসেন, আলতাব হোসেন কুটি, আলাউদ্দিন আলাল, লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (বিএম সংযোজিত) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাজা শামীম, ইলিয়াস হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ, গোলাম কিবরিয়া প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার অত্র প্রতিষ্ঠান চত্তরে অপরাজিতা ফুল গাছের চারা রোপন করেন।