নিজস্ব প্রতিবেদক,লালপুর :
আখ ক্ষেতে আগাছা নাশক প্রয়োগ করে অধিক ফলন ও উৎপাদন খরচ সাশ্রয় বিষয়ে নাটোরের লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর কৃষি বিভাগের আয়োজনে আখ চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল ১১ টার দিকে গোপালপুর সুগার মিলস্ লিঃ এর প্রশিক্ষণ কেন্দ্রে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মিলের জি,এম ( কৃষি) মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবদুল কাদের। এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভ্যালন্টে টকে লমিটিডেরে র্মাকটেংি ম্যানজোর রইস উদ্দনি , সদর দপ্তর এর ভারপ্রাপ্ত জি,এম ( সম্প্রসারণ) বিমান কৃষ্ণ রায়,কেন্দ্রীয় কৃষি খামেরর জি,এম( খামার) আনিস উজ্জামান,নরেন্দ্রপুর কৃষি খামার ইনর্চাজ (এস.এ.সি.ডিও) কৌশিক আহমেদ, আখ চাষী সাইফুল ইসলাম, আব্দূল বাতেন প্রমুখ । অনুষ্ঠানে প্রায় ১শ জন কৃষক উপস্থিত ছিলেন । এ সময় বক্তারা বলনে, আগাছা নাশক প্রয়োগরে কারণে আখের জমতিে আগাছা জন্মাতে পারে না ফলে সার ও মাটরি গুনাগুন অক্ষুন্ন থাক।ে এর কারণে আখ দ্রুত খাদ্য পায় এবং ভালো ফলন দযে়। এছাড়াও সাধারণ শ্রমকিদরে দ্বারা ফসল উৎপাদনে জমতিে যখোনে খরচ হয় ৬ হাজার টাকা সখোনে আগাছানাশকরে বঘিা প্রতি খরচ পড়বে মাত্র ২ হাজার টাকা। এ সময় বক্তারা আগাম আখ চাষে চাষীদরে উদ্বুদ্ধ করনে।
আরও দেখুন
লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …