নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে সিএনজি অটোরিকশার ধাক্কায় আব্দুর রহিম (৫০) নামে পথচারী নিহত হয়েছে। আজ রবিবার দুপুর পৌনে একটার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার কালুপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম কালুপাড়া গ্রামের মৃত যাদু মিয়ার ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক ও এলাকাবাসী জানান, আজ রবিবার দুপুর পৌনে একটার দিকে আব্দুর রহিম গোপালপুর বাজার থেকে কেনাকাটা করে অটোরিকশাযোগে তার বাড়ি পৌরসভার কালুপাড়া এলাকায় পৌঁছান। অটোরিকশা থেকে নেমে বাড়ি যাওয়ার সময় বাড়ির পাশে রাস্তায় নামলে অপর দিক থেকে আসা অজ্ঞাত একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গুরুতর অসুস্থ হন।
এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক সিএনজি চালিত অটোরিক্সা এবং এর চালককে আটক করতে পারেনি।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …