সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু

লালপুরে সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে সাপের কামড়ে বৃষ্টি ঘোষ নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার রাত আটটার দিকে নিজ বাড়িতেই এই ঘটনা ঘটে নিহত বৃষ্টি করিমপুর ঘোষপাড়ার প্রেমানন্দ ঘোষের মেয়ে ও করিমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় ,রবিবার রাত আটটার দিকে বৃষ্টি তাদের মুরগিগুলোকে ঘরে তুলতে যায়। এ সময় গর্ত থেকে একটি বিষধর সাপ বের হয়ে আসে তার পায়ে কামড় দেয়। এর পরে পরিবারের লোকজন ওঝা ডেকে নিয়ে এসে ঝাড়ফুঁক করে বিষ নামানোর চেষ্টা করে। রাত এগারোটার দিকে তার অবস্থার অবনতি হলে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …