সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৭জন আটক

লালপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৭জন আটক

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১বছরের সাজাপ্রাপ্ত আসামী ও ৬ জুয়াড়ী সহ ৭ জন কে আটক করে ৮ সেপ্টেম্বর আদালতে প্রেরণ করেন।

লালপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর-২০২০) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের একটি দল উপজেলার পুরাতন ঈশ্বরদী এলাকায় অভিযান চালায়। এসময় মাদক মামলায় এক বছরের সাাঁজাপ্রাপ্ত আসামী পুরাতন ঈশ্বরদী এলাকার আনিসুর রহামানের ছেলে আয়েতুল্লাহ খমিনি (৩২) আটক করে। সে একাধিক মাদক মামলার আসামী।

অপর দিকে উপজেলা জোকাদহ গ্রামে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার ঘটনায় জোকাদহ গ্রামের মৃত বিদু খাঁ এর ছেলে ইউনুস আলী ইনু (৩৫), মৃত আইন সরদারের ছেলে কিসমত সরদার ভুট্টু (৪০), হারান খাঁ এর ছেলে হান্নান (৩৫), জামু মন্ডলের ছেলে ইখলাস মন্ডল ইখলা (৩৭), খোরশেদের ছেলে সেলিম (৩০) ও পুরাতন ঈশ্বরদী এলাকার ইয়ানুস মন্ডলের ছেলে রুমেন মন্ডল (২৫)। লালপুর থানা পুলিশ ৮ সেপ্টেম্বর আটককৃতদের আদালতে প্রেরণ করেছে।

এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লালপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১বছরের সাজাপ্রাপ্ত আসামী ও ৬ জুয়াড়ী সহ ৭ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়া খেলার ঘটনায় লালপুর থানায় মামলা রুজু হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …