শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে সাগর গুড় ভান্ডার কে তিন লক্ষ টাকা জরিমান

লালপুরে সাগর গুড় ভান্ডার কে তিন লক্ষ টাকা জরিমান

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে সাগর গুড় ভান্ডার কে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আজ ১৭ অক্টোবর সোমবার সকাল আটটার দিকে উপজেলার ইসলামপুর বালতিটা গ্রামে অভিযান চালিয়ে সাগর গুড় ভান্ডারকে এই জরিমানা করা হয়।

এসময় ১ হাজার ৩শ ১৪ কেজি ভেজাল গুড় ও ভেজাল গুড় তৈরির মেটালিক রং হাইড্রোজ ফিটকিরি ও চুন জব্দ করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৭ অক্টোবর সোমবার সকাল আটটার দিকে লালপুর উপজেলার ইসলামপুর বালতিতা গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সাগর গুড় ভান্ডারের মালিক সাগর হোসেনকে বিভিন্ন কেমিক্যাল উপাদান দিয়ে গুড় তৈরি করার অপরাধে ওই জরিমানা করা হয়। পরে জব্দকৃত ভেজাল গুড় এবং বিভিন্ন কেমিক্যাল ধ্বংস করা হয়। অভিযানে সহযোগিতা করে র্যাব সিপিসি২ নাটোরের একটি দল।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …