নীড় পাতা / উত্তরবঙ্গ / লালপুরে সরিষা চাষে বাম্পার ফলনস্বপ্ন দেখছে কৃষক

লালপুরে সরিষা চাষে বাম্পার ফলনস্বপ্ন দেখছে কৃষক

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,নাটোর লালপুরে সরিষা চাষে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা
।উপজেলার পদ্মা নদীর চর অঞ্চল সহ বিভিন্ন গ্রামের মাঠের জমি গুলোতে
সরিষা ফুলের হলুদ রঙে ভরে উঠেছে। ফলে প্রকৃতি হলুদ বর্ণে সেজেছে।
হিমেল হাওয়ায় দোল খেলছে সরিষা ফুল। এতে কৃষকের মুখে ফুটে
উঠেছে সুখের হাসি। কম খরচে অধিক লাভ হওয়ায় এঅঞ্চলে জনপ্রিয়
হয়ে উঠেছে সরিষার চাষ। আবহাওয়া অনুক‚ল থাকায় এই মৌসুমে ৬৫০
হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে
এই তথ্য জানা গেছে। সরিষার চাষে খরচ ও পরিশ্রম কম হওয়ায় এই ফসল
চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আর সরিষা তোলার পর একই জমিতে
আখের আবাদ করতে পারছেন তারা।উপজেলার পদ্মার চর অঞ্চল সহ
দুড়দুড়িয়া,কচুয়া বোয়ালিয়াপাড়া,সিরাজিপুর,নান্দ, তিলকপুর
,লক্ষীপুর,কাজীপাড়া,চামটিয়া,কেশবপুর,আব্দুলপুর,বাওড়া,সালামপুর,হোে
সনপুর,দূর্গাপুর,ওয়ালিয়া,ফুলবাড়ী সহ উপজেলার বিভিন্ন গ্রামে
দেখা যায় ,মাঠজুড়ে সরিষা ফুলের সমারোহ। জমিতে ফুলে ফুলে ভরে
গেছে সরিষার গাছ। হোসেপুর গ্রামের রাকিবুল ও দূর্গাপুর গ্রামের
বুলবুল ইসলাম জানান, ১বিঘা জমিতে সরিষা চাষে খরচ হয় ২ হাজার
থেকে আড়াই হাজার টাকা। ফলন পাওয়া যায় ৪ থেকে ৫ মণ। প্রতিমণ
সরিষার মূল্য ৩ হাজার ৫০০ টাকা থেকে সাড়ে ৪ হাজার টাকা। আবার অল্প
সময় লাগে । এবিষয়ে লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার
হোড় বলেন, এবছর ৬৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। তিনি আরো
জানান আবাদকৃত সরিষার মধ্যে বারী জাতের সরিষা বেশী আবাদ
হয়েছে ,পতিত জমিতে,আমবাগানে সরিষা আবাদ করার জন্য কৃষকদের
পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুন

নাটোরে সাংবাদিকদের ওপর হামলার মামলায় সাবেক পুলিশ সুপারের জামিন না মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে ফুটেজ ও ছবি নেওয়ার সময় গনমাধ্যমের ওপর হামলার ঘটনায় সাংবাদিকের দায়ের করা দ্রুত …