মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে” স”মিলে গোপনে সরকারী গাছ দেওয়ার প্রতিবাদে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

লালপুরে” স”মিলে গোপনে সরকারী গাছ দেওয়ার প্রতিবাদে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নাটোরের লালপুরে ঝড়ে পড়ে যাওয়া সরকারী গাছ গোপনে ”স” মিলে দেওয়ার প্রতিবাদে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী । শুক্রবার সকালে উপজেলার সালামপুর গ্রামের স্থানীয় লোকজন আডবাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে এই মানবন্ধন করেন ।

জানা যায় , ২৭ মে বুধবার রাতের ঝড়ে ঐ এলাকায় সরকারী বেশ কিছু শিশুগাছ সহ বিভিন্ন প্রকারে গাছ ঝড়ে পড়ে যায় । ২৮ মে বৃহস্পতিবার সকালে চেয়ারম্যানের হুকুমে একজন গ্রাম পুলিশ ঐ গাছ গুলি গোপনে স্থানীয় একটি ”স” মিলে নিয়ে রেখে দেই । এর প্রতিবাদে চেয়াম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী ।

এবিষয়ে আডবাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ঝড়ে কিছু গাছ ভেঙ্গে পড়েছিলো ।তহশীলদার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানিয়েছি, গাছ গুলি হেফাজতে রাখা হয়েছে । অথচ আমার বিরুদ্ধে একটি চক্রষড়যন্ত্র করছে । এবিষয়ে ঐ ইউনিয়নের ভূমি কর্মকর্তা ( তহশিলদার) আবু বেলাল বলেন, সংবাদ পেয়ে সেখানে গিয়ে চেয়ারম্যান সাহেবকে বলেছি গাছ গুলি হেফাজতে রাখতে ।

এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যূতি বলেন, বিষয়টির ব্যাপারে খবর পেয়েই । ঐ ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছি ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …