সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে সমবায় দিবস পালন

লালপুরে সমবায় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের  আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের মিলাতয়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুর রহমান , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম কাওসার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু ঈশ্বরদী ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, আওয়ামী লীগ নেতা ফিরোজ আল হক ভূঁইয়া, লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, গোপালপুর পৌরসভা আওয়ামী লীগের একাংশের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক  রোকনুল ইসলাম লুলু প্রমুখ।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …