রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

লালপুরে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় রাহি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাহি চকনাজিরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাহি সাইকেল নিয়ে চকনাজিরপুর হতে রায়পুরের দিকে যাচ্ছিল। এসময় খোয়াজ উদ্দিনের বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা মাটি বহনকারী একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশু রাহীর মৃত্যু হয়।

গাড়ির চালক পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান জানান, ঘাতক গাড়িসহ চালককে আটক করা হয়েছে। এব্যাপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …