নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় রাজন (৩০) নামের এক বাইসাইকেল আরোহী নিহতসহ ২ জন যুবক আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৭ টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের তিলকপুর নামকস্থানে মোটরসাইকেল ও বাইসাইকেল সহ অটোর ত্রিমুখী সংঘর্ষে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত বাইসাইকেল আরোহী উপজেলার কাজীপাড়া গ্রামের শফিকুলের ছেলে। আহতরা হলেন, উপজেলার পাইকপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মাসুদ (২৮) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাকিল (২৫) আহত হয়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এছাড়া আহতরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …