সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নাটোরের লালপুরে সড়ক দূর্ঘটানায় শিপলু (৩৪) নামক একজন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার মঞ্জিলপুকুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিপলু একই উপজেলার রহিমপুর গ্রামের কামাল কবিরাজ এর ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায় সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যার দিকে শিপলু পাওয়ার ট্রলি নিয়ে রহিমপুর থেকে লালপুর যাচ্ছিলেন। যাবার পথে মঞ্জিলপুকুর নামক স্থানে পৌঁছালে পাওয়ার ট্রলির সামনের চাকা পাংচার হয়। এতে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেশের এই দূর্যোগ মুহূর্তে শিপলুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …