মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

লালপুরে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫আগষ্ট) সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার সাদ আহম্মেদ শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, লালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পদিকা কাজী আছিয়া জয়নুল বেনু প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ একাদশ বনাম গোপালপুর পৌর পরিষদ একাদশে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় গোপালপুর পৌর পরিষদ একাদশকে ২-০ গোলে পরাজিত করেন উপজেলা পরিষদ একাদশ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …