শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে শিশু বলাৎকারের অভিযোগে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য কারাগারে

লালপুরে শিশু বলাৎকারের অভিযোগে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক,লালপুর:

নাটোরের লালপুরে শিশু বলাৎকারের অভিযোগে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শফিউল ইসলাম শফি(৬০) কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার তাকে আদালতে নেয়া হলে আদালত তার যাবেন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য বুধবার বিকেলে উপজেলার মাধবপুর(মালপাড়া) তার ভাড়া বাড়ীতে শিশু সহ তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে শিশু সহ শফিউল ইসলামকে উদ্ধার করেন থানা পুলিশ।

ওই পুলিশ সদস্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর(দারোগাপাড়া) গ্রামের মৃত আজহার প্রামানিক ছেলে। জানা যায়,উপজেলার সালামপুর রাশিদুলের স’মিল হতে দুইজন ১১ বছরে ও একজন ১৩ বছরে শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে বলাৎকারের উদেশ্যে তার মাধবপুর (মালপাড়া) ভাড়া বাসায় নিয়ে যায়। তিন জনের মধ্যে দুইজন শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …