নিজস্ব প্রতিবেদক ,লালপুর
নাটোরের লালপুর নিশা (৩) নামের এক শিশুকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল । সোমবার সন্ধ্যা রাতে উপজেলার মহোরকইয়া ( খাঁ-পাড়া) গ্রামে এই ঘটনা ঘটে । এ ঘটনায় সোমবার রাতে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ । আটকৃতরা হলেন মহোরকইয়া গ্রামের (১)আমিন মাষ্টারে পুত্র ভুট্টু, একই গ্রামের (২) আলাউদ্দিনের পুত্র রমজান ও (৩) হশুর পুত্র রানা । জানা যায়, সোমবার সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মহোরকইয়া ( খাঁ-পাড়া) গ্রামের মোহম্মদ আলীর ছেলে ও দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক নাহিদ ইসলাম বিষুর শিশু কন্যা নিশা (৩)কে অন্ত্রর দিয়ে জিম্মি করে এবং তার স্ত্রী দিল আফরোজকে হাতা,পা ও মুখ বেধেঁ নগদ ৭০ হাজার টাকা ও সোনার চেন, কানের দোল সহ রুপার নুপুর লুট করে নিয়ে যায় ডাকাত দল । এসময় নাহিদ বাড়ীতে ছিলোনা । এ বিষয়ে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । মঙ্গলবার বিকেলে নাটোর জেলার পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনা স্থল পরির্দশন করেছে । লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, এবিষয়ে জিজ্ঞাসার জন্য ঐ এলাকা থেকে ৩ জনকে থানায় আনা হয়েছে ।
আরও দেখুন
পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …