নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে শিয়ালের কামড়ে মা ডলি খাতুন (২৫) ও ছেলে জিহাদ (৫) আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তিনটার দিকে এই ঘটনা ঘটে। আহত ডলি ও জিহাদ যথাক্রমে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী ও ছেলে।
এলাকাবাসী জানান, ডলি খাতুন এবং তার ছেলে জিহাদ আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে তাদের বাড়ির পাশে নদীর ধারে ধনচে গাছের পাতা কাটতে যায়। এ সময় হঠাৎ করেই একটি শিয়াল এসে তাদের কামড়াতে থাকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাদের চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …