নিজস্ব প্রতিবেদক, লালপুর:
সারা দেশের ন্যায় আনন্দ মুখর পরিবেশে নাটোরের লালপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার ১শ ১২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৫৪ টি উচ্চ বিদ্যালয় সহ ২১ টি মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বই প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল নর্থ বেঙ্গল সুগার মিলস্ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক অনিসুল আজম,উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা,শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক গাওছুল আজম প্রমুখ।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …