রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে শিক্ষার্থীদের দুপুরের মিল বিতরণ শুরু

লালপুরে শিক্ষার্থীদের দুপুরের মিল বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নাটোরের লালপুরে বেসরকারী ভাবে স্কুলে শিক্ষার্থীদের জন্য টিফিন প্রেগামের মাধ্যমে শিক্ষার্থীদের দুপুরের মিল দেওয়া শুরু করা হয়েছে। শনিবার দুপুরে ভূঁইয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিফিন প্রোগামের শিক্ষার্থীদের মিল দেওয়ার শুভ উদ্বোধন করেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম রাব্বানী, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, জেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুরুজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, গোপালপুর পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, স্কুলের সহকারী শিক্ষক শাহনেয়াজ সেতু প্রমুখ । এছাড়া স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …