মঙ্গলবার , সেপ্টেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে লাল ওড়না উড়িয়ে ট্রেন থামালো নারীরা

লালপুরে লাল ওড়না উড়িয়ে ট্রেন থামালো নারীরা

প্রাণে রক্ষা পেলো যাত্রীরা

  নিজস্ব প্রতিবেদক:  

,লালপুর ,নাটোর,৩১ আগষ্ট:
নাটোর লালপুরে রেল লাইন ভাঙ্গা দেখে লাল ওড়নার নিশানা উড়িয়ে ট্রেন
থামিয়ে দেন নারীরা। শনিবার সকালে উপজেলার আব্দলপুর-ঈশ্বরদী রেল পথের
বিষ্ণপুর এলকায় রেল লাইন ভাঙ্গা দেখতে পেয়ে আজিমনগর থেকে ছেড়ে
আসা কমিউটার ট্রেনটি লাল উড়না উড়িয়ে থামিয়ে দেন স্থানী নারীরা
বলে জানা গেছে। রেল লাইনে লাল ওড়না উড়ানো দেখে ট্রেনের চালক
ট্রেনটিকে থামিয়ে দেন। তবে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা
ঘটেনি। ফলে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনের যাত্রীরা।এবিষয়ে
লালপুরের আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন,আমরা
ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে পিডাবিøউকে খবর দিলে তারা
দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ত্রæটিপুর্ন জায়গাটি মেরামত করে
দিয়েছেন। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

আরও দেখুন

সিংড়ায় ঝড়ে ভেঙ্গে পড়লো শতবর্ষী বৃক্ষ মানিক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের শতবর্ষী গাছ বৃক্ষ মানিক আকর্ষিকঝড়ে ভেঙ্গে পড়েছে। শতবর্ষী এই …