নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে গমের লাড়া পুড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ছানাউল্লা খামারু ছানা (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ ১ মার্চ দুপুরে উপজেলার তিলকপুর গ্ৰামে পদ্মা নদীর জেগে উঠা চরে নিজের জমিতে গমের লাড়া পুড়াতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই কৃষক একই এলাকার মৃত খলিল খামারুর ছেলে।
এলাকাবাসী এবং পারিবারিক সূত্রে জানা যায়, নিজ জমিতে পাকা গম কেটে নেয়ার পরে সকল কৃষক অবশিষ্ট লাড়া পুড়িয়ে ফেলেন, আজ সানাউল্লাহ পদ্মার চরে তার নিজ জমিতে একাই আগুন দিয়ে এই গমের লাড়া পুড়াতে যান। আগুন দিয়ে পুড়ানোর এক পর্যায়ে হঠাৎ তার শরীরের থাকা কাপড়ে সেই আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।