রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে র‌্যাবের অভিযানে ৯ জুয়াড়ি আটক

লালপুরে র‌্যাবের অভিযানে ৯ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে র‌্যাবের অভিযানে ২ লাখ ৫৬ হাজার ৬শ ৬০ টাকা সহ ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে। রবিবার রাতে উপজেলার শ্রীরামগাড়ী গ্রামে ঝাড়পাড়া এলাকায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ নাটোর সিপিসি-২ এর সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটকৃতরা হলো, ঈশ্বরদী গ্রামের মৃত জব্বার শেখ এর ছেলে গোলাম মোস্তফা মোস্ত (৩১), শ্রীরামগাড়ী গ্রামের সেকেন্দার আলী মন্ডলের ছেলে আনিসুর রহমান (৩৮), বিলমাড়ীয়া গ্রামের সাজদার মন্ডলের ছেলে হানিফ মন্ডল (৩৫), শ্রীরামগাড়ী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আব্বাস আলী (৫০), একই গ্রামের আলাউদ্দিনের ছেলে ফজলু (৩৮), রুপপুর গ্রামের হামজাল হোসেনের ছেলে হৃদয় হাসান (২১), শাজাদপুর উপজেলার মসিমপুর গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে আছাদুজ্জামান (৫৫), ঈশ্বরদী উপজেলার দিয়াড়বাইগন গ্রামের আব্দুল সামাদের ছেলে আলমগীর হোসেন (৪৮), রহিপুর গ্রামের হায়দার রহমানের ছেলে মামুন ফেরদৌস (৪০) কে আটক করা হয় ।

এসময় ২লাখ ৫৬ হাজার ৬শ ৬০ টাকা ও ১৩ টি মোবাইল ফোন সহ ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানা গেছে। এবিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, র‌্যাব সদস্যরা থানায় মামলা দায়ের করেছে । তিনি আরো বলেন, আটকৃতদের আজ সোমবার বিকেল ৪ টার দিকে আদালতে পাঠানো হয়েছে ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …